নাটকীয় জয়ে ফাইনালে রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: ৮:০৮ পূর্বাহ্ণ, মে ৯, ২০২৪

নাটকীয় জয়ে ফাইনালে রিয়াল মাদ্রিদ

ডায়ালসিলেট ডেস্ক :: রিয়ালের আরও একটি নাটকীয় জয়ে চ্যাম্পিয়নস লীগের ফাইনাল উঠেছে । বায়ার্নের বিপক্ষে স্প্যানিশ চ্যাম্পিয়নদের আজকের ম্যাচের জন্য এটাই বোধহয় সঠিক বিশ্লেষণ। তখন ঘড়ির চাকা ৮৭ মিনিট বাকি আছে আরো ৩ মিনিট ব্যবধান ঠিক সময়ে ১ গোলে পিছিয়ে থাকা রিয়াল সেটা শোধ করে আবার লিডও নিলো। এরপর বাকি সময় সেটা ধরে রেখে জয়ের সঙ্গে নিশ্চিত করে চ্যাম্পিয়নস লীগের ফাইনাল।

আজ ঘরের মাঠে রিয়াল চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখকে ২-১ গোলে হারায়। আলফানো ডেভিস বায়ার্নকে এগিয়ে নেওয়ার পর জোড়া গোল করে রিয়ালকে জেতান জোসেলু।

এর আগে রিয়ালের মাঠে ২-২ গোলে ম্যাচটি ড্র হয়। দুই লীগ মিলিয়ে ৪-৩ গোলের ফাইনাল নিশ্চিত করে রিয়াল।চলতি মৌসুমে ইনজুরি নিয়ে পথ চলা ক্লাবটি লা লিগা নিশ্চিত করেছে। এখন চ্যাম্পিয়নস লিগ জয়ের পথে তারা। আগামী ১ জুন ওয়েম্বলিতে ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড মুখোমুখি হবে।

0Shares