এসএসসি পরীক্ষায় ইউসেপ কারিগরি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাফল্য

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, মে ১২, ২০২৪

এসএসসি পরীক্ষায় ইউসেপ কারিগরি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাফল্য

ডায়ালসিলেট ডেস্ক :: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফল আজ রোববার (১২ মে) প্রকাশিত হয়েছে। ২০২৪ সালে ইউসেপ সিলেট অঞ্চলের তিনটি কারিগরি বিদ্যালয় থেকে সর্বমোট ৬৩ জন (১৭ জন মেয়ে এবং ৪৬ জন ছেলে) পরীক্ষার্থী এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশগ্রহণ করে। সবাই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। ৬৩ জন শিক্ষার্থীর মধ্যে ১৮ জন শিক্ষার্থী এ+ এবং বাকি ৪৫ জন শিক্ষার্থী এ পেয়ে উত্তীর্ণ হয়।

 

 

উল্লেখ, গত চার বছরের ভাল ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে ইউসেপ এর বিদ্যালয়গুলো এবারও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় সাফল্য দেখিয়েছে। বিদ্যালয়গুলোতে পাঠরত শিশুরা আর্থিকভাবে অসচ্ছল এবং সুুবিধাবঞ্চিত পরিবারে থেকে আসা। ইউসেপ এর বিনামূল্যে শিক্ষা প্রদানের কারণে এদের অনেকের পক্ষেই সম্ভব হয়েছে শিক্ষায় ফিরে আসা।

 

 

১৯৭২ সাল থেকে ইউসেপ বাংলাদেশ সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও তাদের কারিগরি দক্ষতায় দক্ষ করে তোলার মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে আসছে।

 

বর্তমানে ইউসেপ বাংলাদেশ ৩৬টি করিগরি বিদ্যালয়, ১০টি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রশিক্ষণ (টিভিইটি) ইন্সটিটিউট, ০২ টি পলিটেকনিক ইন্সটিটিউট ও ৩টি প্রফেসনাল ইন্সটিটিউট এর মাধ্যমে প্রতি বছর প্রায় ৩৫ হাজার শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করে চলেছে এবং এর মধ্যে ৮০% শিক্ষার্থী সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তির পর শোভন কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে।

 

ইউসেপ বাংলাদেশ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরি করে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় অগ্রনী ভুমিকা পালন করছে। বিজ্ঞপ্তি

 

 

0Shares