ফ্রান্সে আসামিকে নিয়ে পালানোর সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত ২

প্রকাশিত: ৭:২৮ পূর্বাহ্ণ, মে ১৫, ২০২৪

ফ্রান্সে আসামিকে নিয়ে পালানোর সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত ২

ডায়ালসিলেট :: ফ্রান্সের নরম্যান্ডির রুয়েনের কাছে এক বন্দিকে স্থানান্তরের সময় ছাড়িয়ে আসনে প্রিজন ভ্যানে হামলা চালায় সন্ত্রসীরা । এসময় সন্ত্রাসীদের গুলিতে অন্তত দুজন কারা কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ মে) ফ্রান্সের নরম্যান্ডির রুয়েনের এ ঘটনাটি ঘটে।

 

ফরাসি সংবাদ মিডিয়ার বলা হয়েছে, বন্দী মোহাম্মদ আমরা – “দ্য ফ্লাই” নামে পরিচিত তাকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল যখন একটি গাড়ি একটি টোল বুথে জেল ভ্যানকে ধাক্কা দেয়। সেই সময় অস্ত্রশস্ত্র নিয়ে দুর্বৃত্তরা আসামিকে বহনকারী একটি প্রিজন ভ্যানে হামলা চালায়।  এতে ওই বন্দি হামলাকারীদের সঙ্গে পালিয়ে যায়। গোলাগুলিতে আহত হয়েছেন বেশ কয়েকজন।

 

 

এদিকে, ফরাসি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই বন্দী একটি হত্যা চেষ্টার মামলায় অভিযুক্ত। হামলাকারীদের ও ওই বন্দিকে গ্রেফতারে দেশটির পুলিশ অভিযান শুরু করেছে বলে জানা গেছে।

 

 

সম্প্রতি, ইউরোপজুড়ে বেড়েছে মাদক চক্রের তৎপরতা। ধারণা করা হচ্ছে, হামলাকারীরা মাদক চক্রের সঙ্গে জড়িত রয়েছে।

 

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ