প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, মে ১৯, ২০২৪
ডায়ালসিলেট ডেস্ক :: চট্টগ্রামের ফ্লাইওভার থেকে এক প্রবাসীর স্বর্ণ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় আমিনুল ইসলাম নামে পুলিশের এক সাব-ইন্সপেক্টরকে (এসআই) ধাওয়া করে আটক করেছে স্থানীয় জনতা।পরে তাকে টহলরত পুলিশের কাছে সোপর্দ করে। এসময় ওই পুলিশ কর্মকর্তার সাথে থাকা পুলিশের সোর্স শহীদুল ইসলাম জাহেদকেও আটক করেছে পুলিশ। রোববার (১৮ মে) বিকেলে আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে তাদের আটক করা হয়েছে।
ভুক্তভোগী চট্টগ্রামের লোহাগড়া উপজেলার বাসিন্দা আবদুল খালেক জানান, তার ছোট ভাইয়ের পাঠানো ১৬ ভরি ওজনের ৮টি বালা নিয়ে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে নিয়ে ফিরছিলেন তিনি।
দুপুর সাড়ে বারোটার দিকে নগরীর টাইগারপাস এলাকায় তাকে পুলিশ পরিচয়ে বাস থেকে নামায় দুই যুবক। পরে তাকে সিএনজিতে উঠিয়ে নগরীর বিভিন্ন সড়কে ঘুরিয়ে আখতারুজ্জামান ফ্লাইওভারে উঠে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে তাকে নামিয়ে দেয়া হয়।
এসময় চিৎকার শুরু করেন ভুক্তভোগী আবদুল খালেক।তার আত্নচিৎকারে রাস্তায় চলাচলরত সাধারণ মানুষেরা ছিনতাইকারীকে ধাওয়া দিয়ে ২জনকে আটক করে।
এসময় পাশ দিয়ে যাচ্ছিল পাঁচলাইশ থানা পুলিশের একটি টহল দল। টহল দল দুই ছিনতাইকারীর মধ্যে একজন খুলশী থানার এস আই আমিনুল ইসলাম বলে নিশ্চিত হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানা যায়।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech