ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীতে সড়ক অবরোধ বাস-ট্রাক-মোটরসাইকেল ভাঙচুর

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, মে ১৯, ২০২৪

ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীতে সড়ক অবরোধ বাস-ট্রাক-মোটরসাইকেল ভাঙচুর

 

 

ডায়ালসিলেট ডেস্ক :: রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে সকাল থেকেই আগারগাঁও ও মিরপুর ১০ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে চালকরা।

 

 

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সড়ক অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা ৩০টির বেশী বাস, ট্রাক ও মোটরসাইকেল ভাঙচুর করে । পরে পুলিশ ঘটনাস্থলে আসে এবং তাদের উপর ধাওয়া করলে বিক্ষোকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে বিক্ষোভকারী ৩জন আহত হয়।

 

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সকাল থেকেই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরে বিকাল সাড়ে ৩টার দিকে মিরপুরে যানচলাচল স্বাভাবিক করে দেয় পুলিশ।

 

 

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আগারগাঁও ও মিরপুর ১০ নম্বরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা। পরে মিরপুর-১ নম্বরের সনি সিনেমা হলের সামনে অবস্থান নেন এবং মিছিল করে।

 

 

0Shares