সিভিল সার্জন সিলেট এর উদ্যোগে তামাক সেবন ও মাদকদ্রব্যের অপব্যবহার বন্ধে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:১৬ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২৪

সিভিল সার্জন সিলেট এর উদ্যোগে তামাক সেবন ও মাদকদ্রব্যের অপব্যবহার বন্ধে কর্মশালা অনুষ্ঠিত

 

 

ডায়ালসিলেট ডেস্ক ::  তামাক সেবন ও মাদকদ্রব্যের অপব্যবহার বন্ধে সচেতনতা বৃদ্ধির জন্য সিভিল সার্জন সিলেট অফিসের উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ মে) সিভিল সার্জন সিলেট অফিস কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী।

 

 

মেডিকেল অফিসার ডা. স্নিগ্ধা তালুকদার এর পরিচালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিকেল অফিসার টু সিভিল সার্জন ডা. স্বপ্নীল সৌরভ রায়। আলোচনায় অংশ নেন ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির খান, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুজন বণিক।

 

 

এসময় বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, সাংবাদিক, শিক্ষকবৃন্দ এবং সিভিল সার্জন সিলেট অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেন, তামাক কোম্পানিগুলো সবসময়ই বিভিন্ন কূট-কৌশল অবলম্বন করে দেশের জনস্বাস্থ্যকে ক্ষতির মুখে ফেলে। বর্তমানে তারা দেশে ই-সিগারেট আমদানির পায়তারা করছে। তরুণদের মাঝে ই-সিগারেট উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন কৌশলে প্রচারণা চালাচ্ছে। তামাক কোম্পানী এই অপতৎপরতা রুখতে হবে। তরুনদের বাঁচাতে ই-সিগারেটসহ সকল প্রকার ভেপিং পণ্য নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইন আরো শক্তিশালী করতে হবে।

 

 

তিনি সিলেটকে তামাকমুক্ত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহবান জানান। বিজ্ঞপ্তি

 

 

0Shares