আগামীকাল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় বরাবর স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, মে ২৬, ২০২৪

আগামীকাল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় বরাবর স্মারকলিপি প্রদান

ডায়ালসিলেট ডেস্ক :: রিকশা-ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার সকাল ১১টায় আম্বরখানাস্হ সংগঠনের কার্যালয়ের সামনে জমায়েত শেষে নীতিমালা প্রণয়ন করে

বিআরটিএ কর্তৃক ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদানের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় বরাবর স্মারকলিপি পেশ করা হবে।

রোববার (২৬মে) গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে রিকশা-ব্যাটারি রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর প্রধান উপদেষ্টা ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর,

সংগ্রাম পরিষদের মহানগর শাখার সভাপতি প্রণব জ্যোতি পাল ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন এক যুক্ত বিবৃতিতে আগামীকাল সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় বরাবর স্মারকলিপি পেশ সফল করার জন্য ব্যাটারি চালিত যানবাহন শ্রমিক-মালিকদের প্রতি আহ্বান জানান।

0Shares