৪ জনের উমরা হজ্বসহ শতাধিক কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করলো বরুণা মাদরাসা

প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৪

৪ জনের উমরা হজ্বসহ শতাধিক কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করলো বরুণা মাদরাসা

ডায়ালসিলেট ডেস্ক :: আল-হাইআতুল উলইয়া ও বেফাকসহ অন্যান্য বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসার (শ্রীমঙ্গল, মৌলভীবাজার) মেধা তালিকায় স্থান অর্জনকারী ও মুমতাজ (এ+) প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিকতায় পুরস্কৃত করেন বরুণা মাদরাসা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ২টায় বরুণা মাদরাসার মসজিদে আবু বকর রাযি. এ অনুষ্ঠিত বৃত্তি ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেফাক মহাসচিব মাওলানা মাহফুযুল হক।

বরুণা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শায়খ বদরুল আলম হামিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তিপ্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-আযাদ দ্বীনী এদারার মহাসচিব মাওলানা আব্দুল বছীর, বানিয়াচং সিনিয়র ফাযিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খাঁন, সিলেট দরগাহ মাদরাসার নাযিমে তালিমাত মাওলানা আতাউল হক জালালাবাদি, বরুণা মাদরাসার নাযিমে তালীমাত হাফিয মাওলানা ফখরুযযামান, শায়খুল হাদীস মাওলানা খয়রুল ইসলাম, মাওলানা রশিদ আহমদ হামিদী, মাওলানা সাইফুর রহমান, মাওলানা আব্দুল হাই উত্তরসুরী,মাওলানা হিলাল আহমদ, মুফতী হিফযুর রহমান ফুয়াদ প্রমুখ।

অনুষ্ঠানে ৪ জনের উমরা হজ্বসহ ১৩২ জন শিক্ষার্থীকে নগদ অর্থ ৩ লক্ষ্য টাকা ও পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখ্য, বিগত শিক্ষাবর্ষে বরুণা মাদরাসার ৩৪ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান ও ১৫২ জন শিক্ষার্থী মুমতায (এ+) পেয়ে সিলেট বিভাগে শীর্ষ ফলাফল অর্জন করেছে।

0Shares