প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৪
ডায়ালসিলেট ডেস্ক :: ভারত তথা উপমহাদেশের রোটারি আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব রোটারি ইন্টারন্যাশনাল-এর প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা পিডিজি আশীষ ঘোষ বলেছেন, রোটারিয়ানরা সারা বিশ্বে মানবতার কল্যাণে কাজ করছে। রোটারির মতো সংগঠনে বাংলাদেশের রোটারিয়ানদের অবদান এক কথায় বললে ‘এক্সলেন্ট’।
অবদানের এই ধারাকে অব্যাহত রাখতে, রোটারি আন্দোলনকে গতিশীল করতে প্রত্যেক সদস্যকে নিজেদের মান উন্নত করতে হবে, সদস্য বৃদ্ধির ধারা আরো সম্প্রসারিত করতে হবে। একই সাথে রোটারি ফাউন্ডেশনে দান ও বৃদ্ধি করতে হবে। রোটারি ফাউন্ডেশনে দান করার প্রয়োজনীয়তা নিয়ে অনেকে প্রশ্ন করতে পারেন, যৌথ প্রজেক্টের মাধ্যমে ফাউন্ডেশনের অর্থ সারা বিশে^ মানবতার কল্যাণে ব্যবহৃত হয়।
সিলেটের প্রাচীন সার্ভিস ক্লাব রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল-এর ৪৫তম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব বলেন।
গতকাল শনিবার সন্ধ্যায় নির্ভানা ইন হোটেলে ইন্সটলেশন চেয়ারম্যান রোটারিয়ান পিপি বিকাশ কান্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম পর্বে রোটারিয়ান আইপিপি আফসার উদ্দিন আহমদ দ্বিতীয় পর্বে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান পিপি আব্দুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিফ কোর্ডিনেটর ডিস্ট্রিক্ট ৬৪-৬৫ পিডিজি ইশতিয়াক এ জামান পিএইচডি। আশীষ ঘোষ রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের পথচলাকে অভিনন্দিত করে বলেন, ৪৫ বছরে এই ক্লাবের অনেক অর্জন আছে। মোটকথা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে প্রতিটি কাজেরই একটি ফল আছে এবং ভালো কাজের ভালো ফল রয়েছে। বর্ণিল অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির ও রোটারির কো-অডিনেটর ফরিদুল আলম নিউটন।
এর আগে আইপিপি রোটারিয়ান আফসার উদ্দিন আহমদ রোটারি কলার ব্যাজ হস্তান্তর করেন বর্তমান এর প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুর রহমান এর কাছে। এছাড়া সদ্য প্রাক্তন সেক্রেটারি রোটারিয়ান মনসুর আহমদ ক্লাব চার্টার বর্তমান সেক্রেটারি আমিরুল ইসলামের কাছে হস্তান্তর করেন।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন রোটারিয়ান তাজুল ইসলাম হাসান। গীতা পাঠ করেন বলদেব আচার্য্য।
রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান আহমেদ রশিদ চৌধুরী। ডিজিটাল সাউন্ড সিস্টেমের মাধ্যমে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
স্বাগত বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি হুমায়ুল ইসলাম কামাল। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি মোঃ সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সহসভাপতি এমদাদ হোসেন, রোটারিয়ান পিপি এএইচ এম ফয়সল, রোটারিয়ান পিপি জাকির হোসেন, রোটারিয়ান পিপি কবির উদ্দিন এবং রোটারিয়ান পিপি কামরুজ্জান রুমান।
অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন রোটারিয়ান পিপি মোঃ আবুল বশর, রোটারিয়ান পিপি তৈয়বুর রহমান, রোটারিয়ান পিপি মোঃ নজরুল ইসলাম, রোটারিয়ান পিপি জিয়াউল হক, রোটারিয়ান পিপি মোঃ আব্দুল মুকিত, রোটারিয়ান পিপি সাব্বির আহমদ, রোটারিয়ান পিপি এম এ রহিম, রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার মোঃ রুহুল আলম, রোটারিয়ান পিপি মোহাম্মদ সামছুদ্দিন, রোটারিয়ান অসিম ধর্মজীৎ সিংহ, রোটারিয়ান ইকবালুর রহিম, রোটারিয়ান জোবায়ের আহমদ, রোটারিয়ান মোঃ এমদাদ হোসেন, রোটারিয়ান শিশির রঞ্জন সরকার ও রোটারিয়ান তাহের আহমদ প্রমুখ।
রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সদস্য মঞ্জুর কাদের শাফী চৌধুরী এলিম দ্বিতীয় মেয়াদে গোলাপঞ্জ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান এবং রোটারীএ্যান খোদেজা রহিম কলি গোয়াইনঘাট উপজেলা পরিষদ এর দ্বিতীয় মেয়াদে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। পরে রোটারিয়ান পিপি এম শহিদুল ইসলাম এডভোকেট এর পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশিত হয়।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech