প্রকাশিত: ৭:২৫ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০২৪
ডায়ালসিলেট ডেস্ক :: ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে একটি এলাকায় বিধ্বংসী ভূমিধসে এপযন্ত ২২৯ জনের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে। গতকাল বুধবারও জোর তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধারকারী দল জীবিত ব্যক্তিদের খোঁজে ড্রোনের সাহায্যও চেষ্টা অব্যাহত রেখেছে।
দেশটির ইতিহাসে সবচেয়ে বড় প্রাণঘাতী হয়েছে বলে জানা যায়। ঘটনায় ক্ষতিগ্রস্ত লোকজনের জরুরি ত্রাণসহায়তা পৌঁছাতে হিমশিম খাচ্ছে মানবিক সংস্থাগুলো। স্থানীয় বাসিন্দারা অনেকটা খালি হাতে মাটি সরিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। গত সোমবার কেনচো এলাকায় ভয়াবহ এ ভূমিধসের ঘটনা ঘটে।
রাজধানী আদ্দিস আবাবা থেকে কয়েক শ কিলোমিটার দূরের এলাকাটি অনেকটাই যোগাযোগবিচ্ছিন্ন। গোফা অঞ্চলের যোগাযোগবিষয়ক দপ্তরের অধীনে পড়েছে কেনচো এলাকা।
এই দপ্তরের পক্ষ থেকে গত মঙ্গলবার বলা হয়েছে, এখন পর্যন্ত ১৪৮ পুরুষ ও ৮১ নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে।
ইথিওপিয়ার দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কমিশনের আগাম সতর্কতাবিষয়ক পরিচালক ফিরাওল বিকেলে বলেন, জীবিত ব্যক্তিদের উদ্ধারে তল্লাশি অব্যাহত রয়েছে। উদ্ধারকাজে ড্রোনের সাহায্যও নেওয়া হচ্ছে। যথাসম্ভব আমরা উদ্ধারের কাজ অব্যাহত রয়েছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech