তোপের মুখে সভাস্থল ছাড়লেন ওবায়দুল কাদের- ছাত্রলীগের সাবেক নেতাদের ভূয়া ভূয়া শ্লোগান

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৪

তোপের মুখে সভাস্থল ছাড়লেন ওবায়দুল কাদের- ছাত্রলীগের সাবেক নেতাদের ভূয়া ভূয়া শ্লোগান

ডায়ালসিলেট ডেস্ক :: কোটা আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ছাত্রলীগের সাবেক নেতাদের নিয়ে ডাকা মতবিনিময় সভায় চেঁচামেচি ও হট্টগোলে ঘটনা ঘটেছে ৷

 

 

বুধবার (৩১ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে ৷

 

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ডাকা এ মতবিনিময় সভায় ছাত্র নেতাদের সঙ্গে মতবিনিময় না করে সাংবাদিকদের ব্রিফ শুরু করেন তিনি। এ নিয়ে ব্রিফিংয়ের মধ্যেই হট্টগোল শুরু হয়ে যায়। পরে সেখানে অনেকে ‘ভুয়া’ ‘ভুয়া’ বলে ওঠেন।

 

 

এদিকে, সভায় উপস্থিত ছাত্রলীগের সাবেক নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়। সেখানে উপস্থিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুররাজ্জাককে উদ্দেশ্য করে সাবেক ছাত্রনেতাদের কেউ কেউ তার ছেলের সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সমালোচনা করে দেওয়া পোস্টের প্রসঙ্গ তোলেন। ‘

 

আপনি এখানে কেন’ বলেও প্রশ্ন করেন কেউ কেউ। আবার ড. আব্দুর রাজ্জাক সভাস্থল থেকে যাওয়ার সময় ওই নেতারা আব্দুর রাজ্জাক ঘিরে ধরে বিভিন্ন কথা বলতে থাকেন ৷ এর মধ্যেই পরিস্থিতিকে পাশ কাটিয়ে কার্যালয় থেকে বেরিয়ে যান আব্দুর রাজ্জাক।

 

 

অন্যদিকে, নেতারা জানান, সাবেক ছাত্রলীগ নেতাদের মতবিনিময় সভায় সভায় তারা বসেছিলেন। তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা মতবিনিময় না করেই সংবাদ সম্মেলন শুরু করেন ওবায়দুল কাদের। এতে অনেকেই ক্ষুব্ধ হয়ে বিভিন্ন ধরনের কথা বলতে থাকেন ৷ পরে হইচই, চেচামেচি, হট্টগোল শুরু হয়ে যায়।

 

 

কয়েকজন বলতে থাকেন, মতবিনিময় সভা ডেকে সংবাদ সম্মেলন করছেন। তাহলে আমাদের ডাকলেন কেন? আগে আমাদের কথা শুনবেন, আলোচনা করবেন, তারপর ব্রিফ করেন। সেটা না করে সাংবাদিকদের ব্রিফ শুরু করে দিলেন।

 

 

 

এ নিয়ে একপযায়ে সংবাদ সম্মেলন সংক্ষিপ্ত করে সভাস্থল ত্যাগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে কার্যালয়ের নিচতলা ও সামনের সড়কে থাকা ছাত্রলীগের সাবেক নেতারা ‘ভুয়া, ভুয়া’ বলে স্লোগান দিতে থাকেন এবং তারা চলে যান।

 

0Shares