প্রকাশিত: ৬:৩৬ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০২৪
ডায়ালসিলেট ডেস্ক :: উত্তর লন্ডনের হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সম্পত্তিজনিত আয় নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাজ্যের কেন্দ্রীয় সরকারের ‘ইকোনোমিক সেক্রেটারি’। দেশটির পার্লামেন্টারি স্ট্যান্টার্ড কমিশনার এই তদন্ত শুরু করেছেন।
তবে টিউলিপ সিদ্দিকী হচ্ছেন প্রথম এমপি, যার বিরুদ্ধে পার্লামেন্টারি স্ট্যান্টার্ড কমিশনারের তদন্ত শুরু হয়েছে। দেশটিতে নিয়মিত এমপিদের বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত হয়ে থাকে। বর্তমানে টিউলিপ সিদ্দিকসহ চারজন এমপির বিষয়ে তদন্ত চলছে। বাকী তিনজনের বিষয়ে সদ্য বিদায়ী কনজারভেটিভ পার্টি সরকারের সময়ে শুরু হয়েছে।
জানা যায়, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ, লন্ডনে তার যে প্রোপার্টি রয়েছে, সেটির আয়ের তথ্য যথাসময়ে কর্তৃপক্ষকে জানানো হয়নি। ডেইলি মেইলের রিপোর্ট অনুসারে, এক বছর ধরে এ তথ্য জানানো হচ্ছে না। তবে কোনো পত্রিকার রিপোর্টেই ওই সম্পত্তি থেকে টিউলিপ সিদ্দিকের আয়ের পরিমাণ কত, তা উল্লেখ করা হয়নি।
যুক্তরাজ্যের সাম্প্রতিক নির্বাচনে লেবার পার্টির বিজয়ের মধ্য দিয়ে কিয়ার স্টারমারের সরকার গঠন করে। টিউলিপ সিদ্দিক লেবার পার্টির একজন এমপি।
বাকী তিন জনের মধ্যে কানজারভেটিভ পার্টির সাবেক এমপি বব স্টুয়ার্টের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে (আয়) ঘোষণা দেননি এবং পার্লামেন্টারি স্ট্যান্টার্ড কমিশনারের তদন্তে সহায়তা করেননি। কানজারভেটিভ পার্টির সাবেক এমপি এন্ড্রু ব্রিজেনের বিরুদ্ধেও আয় সংক্রান্ত তথ্য নথিবদ্ধ না করার অভিযোগে তদন্ত চলছে।
স্যার কনর বার্নসের বিরুদ্ধে অভিযোগ, তিনি রাষ্ট্রীয় গোপনীয় তথ্য অবৈধভাবে ব্যবহার করেছেন। তিনিও কনজারভেটিভ পার্টির প্রাক্তন এমপি। লেবার পার্টির একজন মুখপাত্র বলেছেন, বিষয়টি এক ধরনের প্রশাসনিক ভুল। টিউলিপ সিদ্দিকের নজরে আসার সঙ্গে সঙ্গে তিনি এ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। মুখপাত্র আরও বলেন, তদন্তের বিষয়ে টিউলিপ সিদ্দিক পার্লামেন্টারি স্ট্যান্টার্ড কমিশনার কার্যালয়কে সম্পূর্ণ সহায়তা করবেন।
যুক্তরাজ্যের বিদায়ী পার্লামেন্টে ১০০ সদস্যের বিরুদ্ধে তদন্ত ফাইল খোলা হয়। তাদের বেশিরভাগের ক্ষেত্রে সতর্কীকরণ নোটিশের মধ্য দিয়ে অভিযোগের নিষ্পত্তি করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের পার্লামেন্টে এমপি নির্বাচিত হয়েছেন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech