রুমিন ফারহানার বাসায় দুবৃত্তদের হামলা

প্রকাশিত: ৬:৪৮ পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০২৪

রুমিন ফারহানার বাসায় দুবৃত্তদের হামলা

 

 

 

ডায়ালসিলেট ডেস্ক :: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসায় হামলার চালিয়েছে দুবৃত্তরা।

শনিবার মধ্যরাতে রুমিন ফারহানা তার নিজস্ব ফেসবুক পেজে লাইভে এসে এ অভিযোগ করেন।

 

 

লাইভে রুমিন ফারহানা বলেন, আমি রুমিন ফারহানা। আমার বাসার সামনে একদল ছেলে বিচ্ছিরি গালি দিচ্ছে, আমার বাসার সামনে গেট ভাংচুর করে গেলো।

 

তারা বলতেছে, এই রুমিন। নোংরা একটা গালি দিয়ে, তুই নাম নিচে। এখনই আমার বাসার সামনে গেলো। আপনারা এলিফ্যান্ট রোডে আসেন। আমি আমার মা’র সঙ্গে একা থাকি। তারা এখনো রাস্তায় গোলমাল করছে। ভীষণভাবে চিৎকার করছে।

 

আমি বারান্দায় যেতে পারছি না। বারান্দার যাওয়ার মতো অবস্থা নেই। তারা ইতিমধ্যেই আমাদের ভাই ও বোনদের রক্ত ঝড়িয়েছে। আমাদের ছাত্রদের রক্ত ঝড়িয়েছে। আমার পুরো বাসা অন্ধকার করতে বাধ্য হয়েছি।

 

 

তারা নিচে গেট ভাঙছে। আপনারা দেখুন, আপনারা আসুন, আপনারা একটা ব্যবস্থা নিন। আপনারা একটা ব্যবস্থা নিন। আমার বাসায় হামলা করেছে।

 

 

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ