যেভাবে গ্রেফতার হলেন আনিসুল ও সালমান এফ রহমান

প্রকাশিত: ৫:২৩ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০২৪

যেভাবে গ্রেফতার হলেন আনিসুল ও সালমান এফ রহমান

ডায়ালসিলেট ডেস্ক :: নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা পালিয়ে যাওয়ার সময় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

 

 

রাজধানীর নিউমার্কেট থানার একটি মামলায় এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান।

 

 

জানা যায়, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। তাঁদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী (২৬) এবং অন্যজন হকার মো. শাহজাহান (২৬)।

 

 

এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

মঙ্গলবার রাতে ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো একটি খুদে বার্তায় বলা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে পরে শেখ হাসিনা গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর তাঁর মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের নেতা সকলেই আত্মগোপনে চলে যান। অনেকে দেশ ছেড়েছেন আগে থেকে। তবে যথেষ্ট সময় না পাওয়ায় অনেকে দেশ ত্যাগ করতে পারেননি।

 

শেষে আনিসুল হক ও সালমান এফ রহমানকে নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে তাদরেকে গ্রেপ্তার করে পুলিশ।

 

 

এদিকে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দুটি বিতর্কিত বক্তব্য দেওয়ার পর সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অনেকটা নিষ্ক্রিয় করে সামনে আনা হয় আনিসুল হক ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে।

 

 

 

ওবায়দুল কাদের ১৫ জুলাই বলেছিলেন, আন্দোলনকারীদের ‘রাজাকার’ স্লোগানের জবাব ছাত্রলীগই দেবে। তারা প্রস্তুত। ১৯ জুলাই কারফিউ জারি করার বিষয়টি জানিয়ে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘শুট অন সাইট’ বা দেখামাত্র গুলির নির্দেশ জারি করা হয়েছে।

 

 

 

এরপর থেকে আন্দোলন কঠোর থেকে আরো তীব্র আকার ধারণ করে।

 

 

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ