প্রকাশিত: ৬:০২ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০২৪
ডায়ালসিলেট ডেস্ক :: মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, অনেকে ভুয়া পরিচয় দিয়ে, জাল সনদ নিয়ে মুক্তিযোদ্ধা হয়েছেন। এবার যাচাই-বাছাইয়ের পর কেউ যদি ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত হয়, তাহলে তাদের আইনের আওতায় আনা হবে।
শনিবার (১৭ আগস্ট) দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউসে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান।
ফারুক ই আজম বলেন, অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকা থেকে ছিটকে পড়েছেন। এবার সঠিকভাবেই তালিকা করা হবে। যারা মিথ্যা তথ্য দিয়েছেন, তারা অপরাধ করেছেন। তাই তাদের আইনের আওতায় আনা হবে।
মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা বলেন, প্রতারণার আশ্রয় নিয়ে তারা এতদিন রাষ্ট্রের ভাতাও ভোগ করেছে। মন্ত্রণালয় তা যাচাই-বাছাই করবে। রাষ্ট্রের সাথে প্রতারণার জন্য তাদের শাস্তিও ভোগ করতে হবে।
আমরা দেশে কি পরিমাণ মুক্তিযোদ্ধার সন্তান কোটায় চাকরি পেয়েছে, মুক্তিযোদ্ধাদের অবস্থা কি সব বিষয় যাচাই-বাছাই করে জনসাধারণের নিকট উন্মুক্ত করে দেব।
এসময় তিনি কোতোয়ালি থানা পরিদর্শন করেন এবং পুলিশ সদস্যদের সাথে কথা বলেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech