এম ইলিয়াস আলীর সুস্থতা কামনায় সিলেটে ও লন্ডনে দোয়া

প্রকাশিত: ৬:২৭ পূর্বাহ্ণ, আগস্ট ২১, ২০২৪

এম ইলিয়াস আলীর সুস্থতা কামনায় সিলেটে ও লন্ডনে দোয়া

 

ডায়ালসিলেট ডেস্ক :: প্রায় ১১ বছর ধরে নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী বেঁচে আছেন বালাগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেন।

তবে তিনি এখন গুরুতর অসুস্থ অবস্থায় বিদেশে চিকিৎসাধীন রয়েছেন বলে বলে জানা যায়।

 

 

মঙ্গলবার মাগরিবের নামাজের পর গহরপুর জামেয়া মসজিদে এম ইলিয়াস আলীর পারিবারিক উদ্যােগে তার সুস্থতা কামনায় খতমে বুখারী শরীফের দোয়া মাহফিল আয়োজস করা হয়।

 

 

এসময় দোয়া মাহফিলে বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলা বিএনপির সহস্রাধিক নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।

 

তবে আব্দুস সালামের কাছ থেকে ইলিয়াস আলী কোথায় চিকিৎসা নিচ্ছেন সেবিষয়ে সাংবাদিক জানতে চাইলে তিনি সে বিষয়ে কিছু জানাতে পারেননি ।

 

 

তিনি জানান, যুক্তরাজ্যে অবস্থানরত এম ইলিয়াস আলীর ছোট ভাই মো. আছকির আলী গহরপুর জামেয়া মসজিদে এম ইলিয়াস আলীর সুস্থতা কামনায় খতমে বুখারী ও দোয়া মাহফিলের জন্য অনুরোধ জানান এবং এম ইলিয়াস আলী বিদেশের একটি হাসপাতালে গুরুত্বর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন তার ছোট ভাই ।

 

 

 

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানী এলাকা থেকে ‘নিখোঁজ’ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। সাবেক ছাত্রদল নেতা এম ইলিয়াস আলী সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য। নিখোঁজের’ পর থেকে বিএনপির অভিযোগ, সরকার তাঁকে ‘গুম’ করে রেখেছে। সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবীতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

 

 

 

প্রায় ১১ বছর ধরে নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। সিলেট-২ (বিশ্বনাথ-অভিভক্ত বালাগঞ্জ-ওসমানীনগর) আসনের ২বারের সাবেক এই সংসদ সদস্য সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতিও ছিলেন। নিখোঁজের পরও সিলেট জেলা বিএনপির ১ নম্বর সদস্য হিসেবে তাঁকে অন্তর্ভুক্তি করা হয়।

 

 

খতমে বোখারী শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার শায়খুল হাদিস আব্দুর রহমান শায়খে কলুমা।

 

 

এদিকে লন্ডনে তার সুস্থতা কামনায় নেতাকর্মীরা মিলাদ ও দোয়ার আয়োজন করেছে বিএনপি নেতারা।

 

 

 

0Shares