সচিবালয়ে এলাকায় শিক্ষার্থীদের ধাওয়ায় ছত্রভঙ্গ আনসার সদস্যরা

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৪

সচিবালয়ে এলাকায় শিক্ষার্থীদের ধাওয়ায় ছত্রভঙ্গ আনসার সদস্যরা

ডায়ালসিলেট ডেস্ক :: ঢাকার রাজধানীতে দিনভর অবস্থান করে সচিবালয় অবরুদ্ধ করে রেখেছিলেন আনসার সদস্যরা। পরে রাত পর্যন্ত সেখানে তারা অবস্থান থাকায় এসময় সচিবালয়ে অবরুদ্ধ করা আনসার সদস্যদের ধাওয়া করে ছত্রবঙ্গ করে দেয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা।

 

 

রবিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিএসসিতে জড়ো হয়ে সচিবালয়ের দিকে যাওয়ার আহবান জানান। এ আহবানে সাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী রাত নয়টার পর সচিবালয়ের দিকে যান।

 

 

 

এসময় প্রথমে আনসার সদস্যরা শিক্ষার্থীদের উপর চড়াও হন। পরে শিক্ষার্থীদের সমন্বিত ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন সড়ক দিয়ে পালিয়ে যান। এখন সচিবালয় ফটকে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সেনাবাহিনীর সদস্যরা আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন বলে স্থানীয়রা জানান।

 

 

 

0Shares