প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত রূপকল্পের অপেক্ষায় আছে জাতি: এবি পার্টি

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৪

প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত রূপকল্পের অপেক্ষায় আছে জাতি: এবি পার্টি

ডায়ালসিলেট ডেস্ক :জাতির উদ্দেশ্যে দেয়া অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্যে যে রূপকল্পের কথা বলা হয়েছে তা যথাসম্ভব দ্রুত জাতির সামনে উপস্থাপনের আহ্বান জানিয়েছে এবি পার্টি। পাশাপাশি প্রশাসনের সর্বস্তরে যে শ্লথগতি তা দুর করে অবিলম্বে সরকারের কার্যক্রমকে গতিশীল করারও আহ্বান জানায় দলটি। সোমবার রাজধানীর বিজয় নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতারা এসব কথা বলেন। এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, কিছুটা বিলম্বে হলেও জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার প্রদত্ত ভাষণকে ইতিবাচক হিসেবে দেখছে এবি পার্টি। সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমান সরকার একটি ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হয়েছে। যা অতীতের সকল ধরনের সরকারের চেয়ে ভিন্নতর। আওয়ামী ফ্যাসিবাদ দেশকে সামগ্রিকভাবে ধ্বংসস্তুপে পরিণত করার কারণে এই সরকারের উপর যে দায় দায়িত্ব এসেছে তা খুবই চ্যালেঞ্জিং। রাষ্ট্র মেরামত ও সংস্কার নিয়ে ছাত্র-জনতার দেখা স্বপ্ন যদি বাস্তবায়ন করা না যায় তাহলে জাতি আমাদের কখনও ক্ষমা করবেনা।

নেতারা বলেন, একদিকে ভয়াবহ বন্যার ক্ষতি, সমন্বিত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে সমন্বয়ের অভাব, অন্যদিকে প্রতিদিনই নিত্য নতুন দাবি নিয়ে বিভিন্ন রকমের রহস্যজনক সহিংস আন্দোলনের বিষয়টি খুবই উদ্বেগজনক। মনেহচ্ছে সরকারকে বিব্রত ও ব্যর্থ করার জন্য পর্দার অন্তরালে গভীর ষড়যন্ত্র চলছে। এবি পার্টি মনে করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সমন্বয় না থাকলে গভীর সংকট সৃষ্টি হতে পারে। তারা প্রধান উপদেষ্টাকে দ্রুত রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরুর আহ্বান জানান।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ