প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৪
বিনোদন ডেস্ক :কলকাতার আরজি কর হাসপাতালে নির্যাতিতা তরুণীর জন্য প্রথম থেকে বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কিন্তু দেশের বাইরে থাকায় ১৪ই আগস্ট নারীদের রাস্তা দখলে পথে নেমে প্রতিবাদে অংশ নিতে পারেননি তিনি। সে সময় নিজের মতো করে শঙ্খ বাজিয়ে সোচ্চার হয়েছিলেন আরজি কর নির্যাতিতার বিচার চেয়ে। সেই ভিডিও নিয়ে সমাজমাধ্যমে কটাক্ষের শিকার হতে হয়েছিল তাকে। তবে এত ট্রোল, নিন্দুকদের আক্রমণ সত্ত্বেও তরুণী ডাক্তারের ধর্ষণ-হত্যার ঘটনায় তার মনের ক্ষত এখনো দগদগে। তাই সব কিছু উপেক্ষা করে শনিবার বৃষ্টিভেজা সন্ধ্যায় আর্টিস্ট ফোরামের সঙ্গে অবস্থান বিক্ষোভে শামিল হলেন তিনি। এদিন ইন্ডাস্ট্রির সহকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদ জানালেন। মোমবাতি জ্বালিয়ে সেই চিকিৎসকের আত্মার শান্তি কামনার পাশাপাশি তার সুবিচারের দাবি জোরালো করেন ঋতুপর্ণা। শঙ্খ বাজিয়ে ট্রোল হওয়া প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমার কিচ্ছু যায় আসে না তাতে। আমি কীভাবে পাশে আছি, কীভাবে পাশে থাকবো সেখানে আমার অভিপ্রায়টাই আসল।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech