সিলেটে আরেক মামলায় আসামি শফিক-আনোয়ার-হাবিব

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৪

সিলেটে আরেক মামলায় আসামি শফিক-আনোয়ার-হাবিব
ডায়ালসিলেট ডেস্ক :গত ৪ আগস্ট (রোববার)  সিলেট মহানগরীর কোর্ট পয়েন্টে হামলা ও গুলির অভিযোগে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (১ম) আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেট-৩ আসনের সাবেক সাংসদ হাবিবুর রহমান হাবিব।
আজ মঙ্গলবার (২৭ আগস্ট) মহানগরীর আরামবাগ এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে বাবুল মিয়া বাদি হয়ে এই মামলাটি দায়ের করেছেন।
মমলায় ৪১ জনের নাম উল্লেখসহ আসামি করা হয়েছে আড়াইশ’ থেকে তিনশ’ জনকে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবী আব্দুল কাইয়ুম।

0Shares