প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৪
ডায়ালসিলেট ডেস্ক :দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ ও তার স্ত্রী শিরিন আক্তারের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক (জিডি) মোহাম্মদ জয়নাল আবেদীনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর মানবজমিনকে বলেন, ডিএমপি’র অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ ও তার স্ত্রী শিরিন আক্তারের বিদেশ যাত্রায় ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা প্রদান করেছেন আদালত। আদালত সূত্র জানায়, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পেশাল বাঞ্চের বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন)সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। আদেশের বিষয়টি অবগতি ও প্রয়োজনীয় গ্রহণের জন্য আদেশের অনুলিপি দুদক সচিব, দুদক পরিচালক (পর্যবেক্ষণ ও মূল্যায়ন) ও বিশেষ পুলিশ সুপারকে (ইমিগ্রেশন) ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করার জন্য বলা হয়েছে। দুদক আদালতকে জানায়, হারুনের বিরুদ্ধে অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। পরবর্তী পদক্ষেপের জন্য বিচারক আদেশের একটি অনুলিপি বিশেষ শাখার স্পেশাল সুপারিনটেনডেন্ট অব পুলিশের (ইমিগ্রেশন) কাছে পাঠিয়েছেন।এর আগে দুদকের পক্ষে আবেদনটি দায়ের করেন আদালতের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। তিনি আবেদনে বলেন, হারুন দম্পতি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন। তাই তাদের দেশত্যাগ ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech