প্লাস্টিক বোতলমুক্ত প্রধান উপদেষ্টার দপ্তর যমুনা

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৪

প্লাস্টিক বোতলমুক্ত প্রধান উপদেষ্টার দপ্তর যমুনা

ডায়ালসিলেট ডেস্ক :ইচ্ছে করলেই বদলে দেয়া যায়। তার এক উদাহরণ সৃষ্টি করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দপ্তর  রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। সেখানে এতদিন প্লাস্টিকের বোতলজাত পানি ব্যবহার করা হতো পান করার জন্য। সেই প্লাস্টিক বোতল এখন যমুনায় যাচ্ছে না। তার পরিবর্তে এসেছে জগ ও গ্লাস। প্রধান উপদেষ্টা, কর্মকর্তা-কর্মচারী, অতিথি কারো জন্যই থাকছে না বোতলের পানি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, যখন আমি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নতুন কাজে যোগ দিই, তখন সর্বত্রই ছিল বোতলজাত পানির ব্যবহার। প্রতিটি ডাইনিং টেবিলেই দেখা যেতো আধা লিটার প্লাস্টিকের বোতল।প্রধান উপদেষ্টার অফিস এই যমুনা। এখানে আসা অতিথিরা ডিসপোজেবল প্লাস্টিকের বোতল থেকে পানি পান করেন।

0Shares