ফের ৫ দিনের রিমান্ডে সালমান এফ রহমান-আনিসুল হক

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৪

ফের ৫ দিনের রিমান্ডে সালমান এফ রহমান-আনিসুল হক

ডায়ালসিলেট ডেস্ক :সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর বাড্ডায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সুমন সিকদার (৩১) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পুলিশ তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৯ জুলাই রাজধানীর বাড্ডায় নিহত হন সুমন সিকদার। এই ঘটনায় ২০ আগস্ট তার মা বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আনিসুল হক ও সালমান এফ রহমানসহ ১৭৯ জনকে আসামি করে বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করেন।

এর আগে পৃথক ৩ মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের মোট ২০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ