ডায়ালসিলেট ডেস্ক :: বিএনপি সব সময়ই জনসমর্থনের ওপর নির্ভরশীল নির্বাচনের ফলাফলের জন্য। আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন। নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সব সময়ই জনসমর্থনের ওপর নির্ভরশীল।

 

 

শুক্রবার রাজশাহী বিভাগীয় জেলাগুলোর নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ কথা বলেন। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিকভাবে এই সভা করছেন তিনি। বিএনপি’র মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়।

 

 

এর আগে বৃহস্পতিবার রংপুর বিভাগীয় জেলাগুলোর নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

 

 

নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, বিএনপি গত ১৭ বছর ধরে শত জুলুম ও নির্যাতন সহ্য করে যেভাবে জনগণের আস্থা ধরে রেখেছে তার ধারবাহিকতা ধরে রাখতে হবে।

 

 

 

এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে। জনসম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন এবং সেটা অক্ষুণ্ন রাখতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সকল প্রশ্নের ঊর্ধ্বে থেকে কাজ করার জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এ নির্দেশনা দেন ।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *