বেঁচে ফেরা খালেদ মেশালকে হত্যার হুমকি ইসরাইলের

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৪

বেঁচে ফেরা খালেদ মেশালকে হত্যার হুমকি ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক :ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অন্যতম প্রধান নেতা খালেদ মেশালকে নতুন করে হত্যার হুমকি দিয়েছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাতজ।

শুক্রবার তিনি এ হুমকি দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে মিশরের বার্তা সংস্থা মিসরি আশ-শারুক।

২৭ বছর আগেও একবার ইসরাইলি গুপ্তহত্যা থেকে বেঁচে ফেরেন হামাসের এই নেতা।

মিসরি আশ-শারুক জানিয়েছে, সম্প্রতি ইসরাইলজুড়ে আত্মঘাতী অভিযান শুরু হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে নেতানিয়াহুর সরকার। এমনকি ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাতজ হামাস প্রধান খালেদ মেশালকে হত্যা করারও হুমকি দিয়েছেন।

তিনি বলেছেন, খালেদ মেশালকে হত্যা করার যে ইচ্ছা তেলআবিবের রয়েছে, তা বাস্তবায়ন করবে নেতানিয়াহু সরকার।
ইসরাইল কাতজ এ সময় জোর দিয়ে বলেন, তেল আবিব খুব শিগগিরই মেশাল ও হামাসে তার সহকর্মীদের হত্যা করবে।

৬৮ বছর বয়সি খালেদ মেশাল এর আগে ১৯৯৭ সালে সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইলি হত্যাপ্রচেষ্টা থেকে বিস্ময়করভাবে প্রাণে রক্ষা পান।

এ বিষয়ে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেবার বেঁচে গেলেও এবারের অভিযান হবে সম্পূর্ণ ভিন্ন ধরনের। যার ফলে তা ব্যর্থ হওয়ার কোনো সুযোগ থাকবে না।

উল্লেখ্য, গত ৩১ জুলাই তেহরানে এক বোমা হামলায় হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরাইল। সূত্র:ইরনা

0Shares