প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৪
ডায়ালসিলেট ডেস্ক :আওয়ামী লীগের দোসরদের পদচারণ বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের উদ্যোগে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন, ছাত্র-জনতাকে গণহত্যাসহ সব অপকর্মের জন্য শেখ হাসিনাকে এনে বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। সংগঠনের সভাপতি মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জয়নুল আবেদিন ফারুক বলেন, আওয়ামী লীগের দোসররা এখনও স্বপদে বহাল আছে। এদের পদচারণ বন্ধ করতে হবে। এরা আমাকে ও আপনাকে অধিকার বঞ্চিত করেছে। এরা বাংলাদেশের হাজার-হাজার কোটি টাকা পাচার করার জন্য শেখ হাসিনা ও তার সহচরদের সহযোগিতা করেছে। এরা তারা, যারা বাংলাদেশের সংবিধান নষ্ট করেছে। এরা তারা, যাদের পক্ষে রায় হয়নি বলে হাইকোর্টের সামনে ময়লা ফেলেছে, এজলাসে লাথি মেরেছে।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে মহান আল্লাহর পর বাংলাদেশের মানুষকে রক্ষা করার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের। এমন একটি নির্বাচন হোক, যে নির্বাচনে বাংলাদেশে হাসিনা যে ইতিহাস সৃষ্টি করেছে, সেই ইতিহাস আর যেন পুনর্জীবিত না হয়। সংবিধান রক্ষা করতে হবে, বাংলাদেশকে রক্ষা করতে হবে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech