প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৪
স্পোর্টস ডেস্ক :একটি নয়, পেলেন জোড়া গোল। জেতালেন দলকেও। মৌসুম শুরুর পর টানা তিন ম্যাচ গোলহীন থাকার পর চতুর্থ ম্যাচে এসে গোলের দেখা পেলেন কিলিয়ান এমবাপ্পে। লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেকের পর থেকে গোল খরায় ভুগছিলেন এই ফ্রেঞ্চ তারকা। রোববার রিয়াল বেতিসের বিপক্ষে পরপর দু’টি গোল করে সব সমালোচনা উড়িয়ে দিয়েছেন। সান্তিয়াগো বার্নাব্যুর ম্যাচে তার দলও জিতেছে ২-০ গোলে।
এমন দূর্দান্ত জয়ের পর এমবাপ্পে বলেন, ‘আমার মধ্যে যে চাপ ছিল, সেটা ছিল দলের সঙ্গে মানিয়ে নেওয়ার। আমি সারা জীবনই গোল করেছি, ভবিষ্যতেও করব। গোল আসবেই। টানা তিন ম্যাচে গোল না পাওয়াটা আমার জন্য বড় ব্যাপারই ছিল। কিন্তু এমনটা হতেই পারে।আমার ওপর সতীর্থদের আত্মবিশ্বাস আছে। আমি এখানে কিলিয়ান হতে এসেছি। কোনো চাপ নেই।’ রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর এমবাপ্পের প্রথম ম্যাচ ছিল উয়েফা সুপার কাপে। গত মাসে আতালান্তার বিপক্ষে ম্যাচটিতে গোল করেন তিনি। কিন্তু লা লিগায় মায়োর্কা, রিয়াল ভায়াদোলিদ ও লাস পালমাসের বিপক্ষে গোলহীন ছিলেন এমবাপ্পে। এমনকি ওই ৩ ম্যাচের ২টিতে ড্র করে রিয়াল মাদ্রিদ। চাপের কারণেই এমন হচ্ছে কি না প্রশ্নও শুনতে হয়েছিল এমবাপ্পেকে।
রিয়াল বেতিসের বিপক্ষে সেই চাপই উড়িয়ে দিয়েছেন ২৫ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড। ম্যাচের ৬৭তম মিনিটে গোল করেছেন ফেদেরিকো ভালভের্দের পাস থেকে। ৮ মিনিট পর নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন পেনাল্টি থেকে। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চাপ বিষয়ক প্রশ্নের জবাবে এমবাপ্পে বলেন, ‘কোনো চাপ নেই। এটাই ফুটবল। আমার সামর্থ্য আছে। আমি আনন্দিত। আমি কাজ করতে চাই।’
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech