কোম্পানীগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃ ত্যু

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৪

কোম্পানীগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃ ত্যু

ডায়ালসিলেট :সিলেটের কোম্পানীগঞ্জে পানিতে ডুবে আরিয়ান (৭) ও মুনসুরা (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩সেপ্টেম্বর) দুপুরে  এই ঘটনা ঘটে। নিহত দুই শিশু আপন ভাই-বোন ছিলেন।তারা উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে ও মেয়ে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তারা দুজন মিলে বাড়ির পাশে খেলা করছিল। হঠাৎ অসাবধানতা বশত কোন এক সময় জলাশয়ে পড়ে যায়। সেখানে পানির গভীরতা থাকায় দুজনেই পানিতে তলিয়ে যায়। তাৎক্ষনিক রাস্তার লোকজন দুজনকে দেখতে পেয়ে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

0Shares