প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৪
ডায়ালসিলেট ডেস্ক:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বিভিন্ন আবাসিক হলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার করা।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ৫টি আবাসিক হলে এই অভিযান পরিচালনা করা হয়।
৫টি হল হলো-শাহপরান (র.), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হুমায়ুন রশিদ চৌধুরী, আব্দুস সামাদ আজাদ হল, শাহ এ এম এস কিবরিয়া হল।হলগুলো থেকে ১৬টি হেলমেট, ৪০টি ছুরি, মদ ও ফেনসিডিলের বোতল ৯০টি, লোহার পাইপ ১৫০টি উদ্ধার করা হয়।এসময় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার সোহরাব, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোজাম্মেল হক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক এমদাদুল হক ও বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন।বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোজাম্মেল হক। তিনি বলেন, বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে অভিযান পরিচালনা করে অস্ত্র ও মদের বোতল উদ্ধার করা হয়।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech