সিলেটে জামায়াত নেতা হ.ত্যায় ১০ বছর পর মামলা

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৪

সিলেটে জামায়াত নেতা হ.ত্যায় ১০ বছর পর মামলা

ডায়ালসিলেট ডেস্ক:সিলেটের বিশ্বনাথে ২০১৩ সালে হরতাল চলাকালে আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে জামায়াতের সংঘর্ষ চলাকালে গোলাম রব্বানী নামে এক জামায়াত নেতা নিহত হওয়ার ১০ বছর পর আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার সিলেটের সিনিয়র জুডিশিয়াল ৩ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেছেন নিহতের চাচা মতিউর রহমান। তিনি উপজেলা জামায়াতের সেক্রেটারি ও খাজাঞ্চী ইউনিয়নের পাকিচিরি গ্রামের মৃত সাজিদুর রহমানের ছেলে। আদালতের বিচারক নুসরাত তাসনিম অভিযোগটি আমলে নিয়ে আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তীকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মামলার বাদী মো. মতিউর রহমান।মতিউর রহমানের দায়ের করা ২৬৮/২০২৪ নম্বর সিআর মামলার এজাহারে প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীকে। এ ছাড়া ওই মামলায় নাম উল্লেখসহ আসামি করা হয়েছে বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, সহসভাপতি ফখরুল আহমদ মতছিন, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, আইন সম্পাদক অ্যাডভোকেট গিয়ান উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিক আলী, বিশ্বনাথ থানার তৎকালীন ওসি মো. আবুল কালাম আজাদ, পরিদর্শক (তদন্ত) রূপক কুমার সাহা, উপপরিদর্শক জিয়াউদ্দিন উজ্জ্বলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও আরও পুলিশ সদস্যসহ ৭২ জনকে। এছাড়া ওই মামলায় অজ্ঞাত আসামি রাখা হয়েছে আরও ২০০ জনকে।এবিষয়ে বিশ্বনাথ থানার ওসি রমাপ্রসাদ চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, শুনেছি একজন নিহতের ঘটনায় আদালতে অভিযোগ দেওয়া হয়েছে এবং বিচারক তদন্ত প্রতিবেদন চেয়েছেন। আদালতের আদেশ পেলে তদন্তসাপেক্ষে যথাসময়ে প্রতিবেদন পাঠানো হবে।

0Shares