সিলেটে র‍‍্যাব পরিচয়ে প্রতারণা : গ্রেফতার-২

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৪

সিলেটে র‍‍্যাব পরিচয়ে প্রতারণা : গ্রেফতার-২

ডায়ালসিলেট :সিলেটে র‍‍্যাব পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯। বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এসএমপির শাহপরাণ (রহঃ) থানাধীন মেজরটিলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন র‍‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মোঃ মশিহুর রহমান সোহেল।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের শাহপরাণ থানাধীন মেজরটিলা পশ্চিমভাগ পাড়ার মৃত আবুল কালামের ছেলে নাদিম আহমদ (২০) ও বহর আবাসিক এলাকার এরশাদ মিয়ার ছেলে সাব্বির মিয়া (২১)।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মোঃ মশিহুর রহমান সোহেল জানান- গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক শাহপরাণ (রহঃ) থানায় হস্তান্তর করা হয়েছে।

0Shares