প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৪
ডায়ালসিরেট ডেস্ক:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদারীপুরে শহিদ প্রত্যেক পরিবারকে দুই লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এ উপলক্ষে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহিদ পরিবারের সঙ্গে এক মতবিনিময় আয়োজন করা হয়।
সভা শেষে জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-২ আসনের সাবেক এমপি এএইচএম হামিদুর রহমান আযাদ শহিদ পরিবারের স্বজনদের হাতে নগদ অর্থ তুলে দেন।
মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে তিনজন শহিদ হয়েছেন। এছাড়া রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় শহিদ হয়েছেন মাদারীপুরের আরও ১২ জন। মোট শহিদ ১৫ জনের পরিবারের মধ্যে ১১ জনের পরিবার অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিল।
প্রত্যেক পরিবারকে দুই লাখ টাকা করে মোট ১১ জনের পরিবারকে ২২ লাখ টাকা আর্থিক সহায়তা করা হয়। এছাড়া আহতের চিকিৎসার ব্যয় বহনের কথা জানান দলটির নেতারা।
এর আগে ঘটমাঝির শহিদ মাহবুব সরদার মামুনের কবর জিয়ারত করেন জামায়াতে ইসলামীর নেতারা। পরে তারা স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকারও আশ্বাস দেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আবদুস সোবহান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-২ আসনের সাবেক এমপি এএইচএম হামিদুর রহমান আযাদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা খলিলুর রহমান, মাদারীপুর জেলা শাখার সেক্রেটারী জেনারেল মাওলানা মোকলেসুর রহমান, কালকিনি উপজেলার সেক্রেটারি রফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুরের সমন্বয়ক মো. নাঈম ইসলাম, শহিদ দীপ্ত দে‘র পরিবারের পক্ষ থেকে বিপ্লব দে, শহীদ রোমান বেপারীর বাবা ওমর আলী বেপারী, শহিদ মাহবুব সরদার মামুনের বাবা মোহসিন সরদার প্রমুখ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech