সিলেটে গুলিসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৪

সিলেটে গুলিসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার

ডায়ালসিলেট:সিলেটের মিরাবাজারের একটি বাসা থেকে একটি বিদেশী পিস্তল, গুলি, ম্যাগাজিন উদ্ধার করেছে র‌্যাব-৯।শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিস্তলসহ ৭ রাউণ্ড গুলি, ম্যাগাজিন, নগদ ভারতীয় মুদ্রা এবং দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।র‌্যাবের গণমাধ্যম শাখা জানায়, মিরাবাজারের আগপাড়ার যে বাড়িতে অভিযান চালানো হয় সেই বাড়িতে ভাড়াটিয়া হিসাবে থাকতেন শিবগঞ্জ যতরপুর এলাকার আলী মিয়ার ছেলে রাজিব হোসেন (৩০)।সংশ্লিষ্টদের ধারণা, পিস্তলটি সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময়ে সিলেট মহানগরীর কোনো পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র হতে পারে।অভিযানের সময় বাড়ির বাসিন্দা রাজিব হোসেন র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

যাচাই বাছাই শেষে অস্ত্রটি সিলেট মহানগরীর কোতোয়ালি থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা।

 

0Shares