প্রকাশিত: ৪:১৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৪
ডায়ালসিলেট ডেস্ক :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ে যে সিদ্ধান্তগুলো নিয়েছেন তা যৌক্তিক ও সময়োপযোগী। তত্ত্বাবধায়ক সরকার স্থায়ী রূপ ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রণয়নে করতে চায় বিএনপি। কাজেই নির্বাচন কমিশনসহ অন্যান্য প্রতিষ্ঠানে সংস্কারের পক্ষে বিএনপি।
শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসব বলেন।
এ সময় বিএনপি কর্মীদের বিভিন্ন স্থানে চাঁদাবাজির বিষয়ে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন , ঘটনার চেয়ে অপপ্রচার বেশি হচ্ছে। তত্ত্ববধায়ক সরকারের স্থায়ীরুপ ও দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রণয়ন করতে চায় বিএনপি, কাজেই নির্বাচন কমিশনসহ অন্যান্য প্রতিষ্ঠান সংস্কার চায় বিএনপি।
গত রোববার দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুরে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। তাঁর একান্ত সহকারী ইউনুস আলী জানিয়েছিলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে দুজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাবেন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech