মরোক্কোয় ভয়াবহ বন্যায় নিহত ৪, নিখোঁজ ১৪

প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৪

মরোক্কোয় ভয়াবহ বন্যায় নিহত ৪, নিখোঁজ ১৪

আন্তর্জাতিক ডেস্ক:ভয়াবহ বন্যার কবেলে ভেসে গেছে মরক্কোর দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকা। এতে এখন পর্যন্ত ৪ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া আরও ১৪ জন নিখোঁজ হয়েছেন। বার্তা সংস্থা এএফপিকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন জিওনিউজ। এতে বলা হয়, ক্রমবর্ধমান জলবায়ুর পরিবর্তনে ভয়াবহ বন্যার পানিতে প্লাবিত হয়েছে মরোক্কর দক্ষিণাঞ্চল। গত শুক্রবার থেকে ভারী বর্ষণে এই বন্যার সৃষ্টি হয়েছে। এতে দেশটির দক্ষিণাঞ্চলের তাতা প্রদেশের ৭৪০ কিলোমিটার দক্ষিণে রাবাত অঞ্চল ভেসে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে বন্যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির কবলে পড়েছে অঞ্চলটি। এতে সেখানে আরও প্রাণহানীর আশঙ্কা রয়েছে বলে ধারণা সংশ্লিষ্টদের। বন্যায় এ পর্যন্ত কমপক্ষে ৮টি বসতবাড়ী পুরোপুরি ভেসে গেছে।মরক্কোর জেনারেল ডিরেক্টরেট অব মেটিওরোলজির মুখপাত্র, লুসাইন ইউআবদ বলেছেন- দক্ষিণ মরক্কোর অঞ্চলগুলো ‘গভীর অস্থিতিশীল গ্রীষ্মমন্ডলীয় বায়ু দ্বারা’ প্রভাবিত হয়েছে। যার ফলে এই ভারী বর্ষণে আকস্মিক বন্যার কবলে পড়েছে মরক্কোর দক্ষিণাঞ্চলীয় প্রদেশের বেশ কিছু এলাকা। ভারী বৃষ্টির সাথে সাথে সেখানে ঝড়োবাতাস এবং অধিক বিদ্যুৎচমক হয়েছে বলেও জানিয়েছেন তিনি। যারফলে নদী তীরবর্তী অঞ্চলগুলো প্লাবিত হয়েছে। এছাড়া মরক্কোর আবহাওয়া পরিষেবা অনুসারে, ওয়ারজাজেট অঞ্চলে তিন ঘন্টার মধ্যে ৪৭ মিলিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। ভারি বৃষ্টিপাত মরক্কোর যেসকল অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে সগুলো গত ছয় বছর ধরে খরায় ভুগছে। আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, বৃষ্টির সাথে প্রবল বাতাস ছিল, ওয়ারজাজেটে প্রতি ঘন্টায় ১০০ কিলোমিটার এবং মারাকেশে ৭৬ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে গেছে।

0Shares