প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৪
ডায়ালসিলেট ডেস্ক:সিলেটে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ৮টার দিকে বনকলাপাড়ার ভেতরের একটি গলিতে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন-সিলেট নগরের ৭ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনজুর আহমদ ও সদস্য রুমেল আহমদ। তাদের বাড়ি বনকলাপাড়ার লাল-সবুজ আবাসিক এলাকায়।
মনজুরের হাত বিচ্ছিন্ন করা হয়েছে। সংকটাপন্ন অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রুমেলকে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনিসুর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে এসে কয়েকজন দুর্বৃত্ত মনজুরের হাত ও পায়ের রগ কেটে ফেলে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন জানান, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মনজুরকে ঢাকায় পাঠানো হয়েছে
আহত রুমেল আহমদ জানান, গত সিটি নির্বাচনের বিরোধের জেরে তাদের ওপর এ হামলা হয়েছে।
এ ব্যাপারে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনিসুর রহমান বলেন, কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাদের ওপর হামলা করেছে। ঘটনাটি আমরা বিভিন্নভাবে তদন্ত করছি।
তিনি বলেন, এখনো ভিকটিমের পরিবারের পক্ষ থেকে কোনো ধরণের অভিযোগ দায়ের করা হয়নি। তার চিকিৎসা নিয়ে ব্যস্ত রয়েছেন। ভিকটিমের চিকিৎসার একটা পর্যায় এলে আমাদের কাছে আসবেন।
মনজুর আগে থেকে কিছুটা ভালো আছেন বলে জানিয়ে তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়েছে। আর অপরজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech