ডিভোর্স দেওয়া স্বামীর ছু রি কা ঘা তে স্ত্রীর মৃ ত্যু

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৪

ডিভোর্স দেওয়া স্বামীর ছু রি কা ঘা তে স্ত্রীর মৃ ত্যু

ডায়ালসিলেট :সুনামগঞ্জের দোয়ারাবাজারে জাকির হোসেনের ছুরিকাঘাতে মারা গেলেন স্ত্রী সুমাইয়া আক্তার।

সোমবার রাত ৯টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চিলাইপাড় গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত সুমাইয়া আক্তার (১৯) বাংলাবাজার ইউনিয়নের চিলাইপাড় গ্রামের মন্তাজ মিয়ার মেয়ে।

জানা যায়, সুমাইয়া আক্তারের স্বামীর সাথে বনিবনা না হওয়ায় দুই সপ্তাহ আগে স্বামীকে ডিভোর্স দেন। এই খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে চিলাইপাড় গ্রামে এসে সুমাইয়াকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে ব্যার্থ হয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান। তার চিৎকার শুনে পরিবারের লোকজন ও এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক স্বামী জাকির হোসেন উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব চাইরগাও গ্রামের আব্দুল হাশিমের ছেলে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)বদরুল হাসান,ওসি(তদন্ত) শামছ উদ্দিন প্রমুখ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)বদরুল হাসান জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

0Shares