বিনোদন ডেস্ক:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুতেই শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে রাস্তায় নেমেছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এ সবের মাঝে সাম্প্রতিক বাংলাদেশে ঘটে যাওয়া বিপ্লবের সূত্র ধরে প্রশ্নবিদ্ধ হয়েছে ছোট পর্দার শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’। ফলে সংগঠনটির সংস্কার দাবি করছে সংস্কারকামী শিল্পীরা। সে বিষয়ে অভিনয়শিল্পী সংঘের কোনো প্রতিক্রিয়া না পেয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রশ্ন তুলে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন বাঁধন। এ সংঘের সকল সদস্যের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা প্লিজ সংগঠনের কাছে জানতে চান, চলমান এই সংস্কারের আলাপের বিষয়টা আপনারা যারা সংগঠনের সদস্য আছেন কমিটির পক্ষ থেকে আপনাদের সঙ্গে তারা শেয়ার করেননি কেন? কেন তারা ওই ‘আলো আসবেই’ গ্রুপে এমন আলোচনা হচ্ছে জেনেও গণহত্যাকে প্রশ্রয় দিয়েছেন? তিনি বলেন, আমাদের সম্মানহানির দায় সংগঠনের সকল ডিসিশন মেকারের। তাই আমরা এই সকল জিজ্ঞাসায় ওই পুরো কমিটিকে ক্লোজ ডোরে আমরা জিজ্ঞাসা করতে চেয়েছিলাম। যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিত সৃষ্টি না হয়। কিন্তু তারা বিভেদ তৈরি করলেন। যেহেতু আপনারা বিভেদকারী এবং আপনাদের সকল অভিনয়শিল্পীর সঙ্গে মুখোমুখি আলোচনায় বসার সদিচ্ছা নাই, আপনাদের আহ্বান জানাচ্ছি প্লিজ দায়িত্ব ছেড়ে দেন। সকলের প্রতি আহ্বান জানিয়ে বাঁধন বলেন, চলেন সবাই মিলেমিশে সকল দৃশ্যমাধ্যমের পেশাদার অভিনয়শিল্পীদের নিয়ে একত্রিত করে সংগঠিত হয়ে গঠনতন্ত্র অনুযায়ী তাদের সকল স্বার্থ, অধিকার এবং মর্যাদা নিশ্চিত করি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *