জৈন্তাপুরে সিএনজি অটোরিকশাসহ ৩ ছিনতাইকারী আটক

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৪

জৈন্তাপুরে সিএনজি অটোরিকশাসহ ৩ ছিনতাইকারী আটক

ডায়ালসিলেট ডেস্ক:সিলেট-তামাবিল মহাসড়কে জৈন্তাপুর উপজেলার হরিপুর-বাঘেরসড়কের মাঝামাঝি সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ১০নং কূপ এলাকায় ছিনতাই শেষে পালানোর সময় সিএনজিচালিত অটোরিকশাসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটেছে।ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ইউসুফ আহমদ ও হরিপুর ট্রাক পিকআপ চালক সমিতির সভাপতি সায়েদ আহমেদ জানান, বুধবার ফজরের আজান শেষে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের রফিপুর (নয়ামসজিদ) গ্রামের মৃত নুর চৌধুরীর ছেলে ব্যবসায়ী মো. আবু তাহের চৌধুরী (৪৭) সিলেট নগরীর সুবিদবাজার থেকে কানাইঘাট উপজেলার চতুল বাজারের উদ্দেশে একটি মোটরসাইকেলে করে রওয়ানা হন। তাকে বহনকারী মোটরসাইকেলটি (সিলেট-মেট্রো-হ-১২-৪৫৪৫) তামাবিল মহাসড়কের গোয়াইনঘাট উপজেলা সংলগ্ন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ১০নং কূপ এলাকায় পৌঁছালে পেছন থেকে তাকে অনুসরণ করা একটি সিএনজিচালিত অটোরিকশা (সিলেট-ট-১১-৪২০৬) তাদের গতিরোধ করে।ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ইউসুফ আহমদ ও হরিপুর ট্রাক পিকআপ চালক সমিতির সভাপতি সায়েদ আহমেদ জানান, বুধবার ফজরের আজান শেষে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের রফিপুর (নয়ামসজিদ) গ্রামের মৃত নুর চৌধুরীর ছেলে ব্যবসায়ী মো. আবু তাহের চৌধুরী (৪৭) সিলেট নগরীর সুবিদবাজার থেকে কানাইঘাট উপজেলার চতুল বাজারের উদ্দেশে একটি মোটরসাইকেলে করে রওয়ানা হন। তাকে বহনকারী মোটরসাইকেলটি (সিলেট-মেট্রো-হ-১২-৪৫৪৫) তামাবিল মহাসড়কের গোয়াইনঘাট উপজেলা সংলগ্ন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ১০নং কূপ এলাকায় পৌঁছালে পেছন থেকে তাকে অনুসরণ করা একটি সিএনজিচালিত অটোরিকশা (সিলেট-ট-১১-৪২০৬) তাদের গতিরোধ করে।আটককৃতরা হলেন- নাজমুল (২৮), মোহন আহমেদ (৩০) ও অটোরিকশার চালক আপন মিয়া (২৮)। এর মধ্যে নাজমুল ও মোহন নগরীর শিববাড়ী এলাকায় বাসা ভাড়া করে বসবাস করেন।পরে স্থানীয় জনতা তাদেরকে ৫নং ফতেহপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে নিয়ে আটকে রেখে সেনাবাহিনী ও জৈন্তাপুর মডেল থানার পুলিশকে খবর দেন।জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম জানান, ছিনতাইকারী আটকের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।এদিকে জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় অস্থায়ী সেনাক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আরিফ হোসেন সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছার বিষয়টি নিশ্চিত করে বলেন, ছিনতাইয়ের ঘটনাটি সিলেট-তামাবিল মহাসড়কের ১০নং কূপ অংশে ঘটেছে। সেটা গোয়াইনঘাট থানার অন্তর্ভুক্ত। তাই আটক করা ছিনতাইকারীদের বেলা ১১টায় গোয়াইনঘাট থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।পরে এ বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

0Shares