প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৪
বিনোদন ডেস্ক:খুব শিগগিরই উদ্যাপিত হবে হিন্দুধর্মাবলম্বীদের দুর্গাপূজা উৎসব। এদিকে ভারতের আরজি কর-কাণ্ডে এখনো উত্তপ্ত কলকাতা। একের পর এক নাগরিক প্রতিবাদের পাশাপাশি পূজা বয়কট করার ডাক দিয়েছেন কেউ কেউ। পাশাপাশি, টলিউডে যৌন হেনস্তার অভিযোগে তোলপাড়। এর মাঝেই আসন্ন সিনেমা ‘টেক্কা’র প্রচারে ব্যস্ত অভিনেত্রী রুক্মিণী মৈত্র। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, আরজি কর আবহে সাধারণ মানুষের একাংশ উৎসবের বিপক্ষে। কেউ কোনো বিষয়কে সমর্থন করবেন, না কি তার বিরোধিতা করবেন, সেটা ব্যক্তির নিজস্ব সিদ্ধান্ত। কেউ চাইলে উৎসবে অংশ না নিতেই পারেন। সেটা তার সিদ্ধান্ত। যে কারণে কেউ তাকে অসম্মান করবে না। তিনি আরও বলেন, সমাজের খুব ছোট্ট একটা অংশ অর্থনৈতিক দিক থেকে সুরক্ষিত। তারা আগামী এক বছর কিছু না করলেও হয়তো কোনো সমস্যা হবে না। কিন্তু অভিনেত্রীর শঙ্কা ক্ষুদ্র বিক্রেতাদের সেই অংশকে নিয়ে, যারা পুজোর কয়েকদিনের উপার্জনের উপর নির্ভর করে আগামী কয়েক মাসের পরিকল্পনা করেন। রুক্মিণী বলেন, উৎসবে ফিরতে বলছি না। কিন্তু এই মানুষগুলোর দিকে সাহায্যের হাতটা বাড়িয়ে দিন, তা হলে হয়তো মানুষ হিসেবেও আমরা আরও একটা ধাপ এগিয়ে যাবো। আরজি করের ঘটনাকে মনে রেখেই রুক্মিণী জানান, ভালো-খারাপের মিশেলেই সমাজ। কিন্তু কোনো একটি খারাপ ঘটনাকে ভালো করতে গিয়ে আরও একাধিক খারাপ পদক্ষেপের বিরোধী তিনি।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech