মাইলি’র বিরুদ্ধে গান চুরির অভিযোগে মামলা

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৪

মাইলি’র বিরুদ্ধে গান চুরির অভিযোগে মামলা

বিনোদন ডেস্ক:গান চুরির অভিযোগে পপ তারকা মাইলি সাইরাসের বিরুদ্ধে মামলা হয়েছে। মাইলি ছাড়াও তার সহগীতিকার গ্রেগরি হেইন ও মাইকেল পোলাকের বিরুদ্ধেও মামলা হয়েছে। গত সোমবার লস অ্যাঞ্জেলেসে এই মামলা হয় বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম রোলিং স্টোন। মাইলির বিরুদ্ধে অভিযোগ, তিনি মার্কিন গায়ক ব্রুনো মার্সের ২০১৩ সালে প্রকাশিত গান ‘হোয়েন আই ওয়াজ ইওর ম্যান’-এর অংশবিশেষ নিজের ‘ফ্লাওয়ার্স’ গানে ব্যবহার করেছেন। মাইলির বিরুদ্ধে মামলা করেছে টেম্পো মিউজিক ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি, যাদের কাছে ‘হোয়েন আই ওয়াজ ইওর ম্যান’-এর আংশিক স্বত্ব আছে। মামলা নিয়ে মাইলি সাইরাস কোনো প্রতিক্রিয়া জানাননি এখনও। তবে অভিযোগ প্রমাণিত হলে মাইলিকে বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হবে। ২০২৩ সালের ১২ জানুয়ারি প্রকাশিত ‘ফ্লাওয়ার্স’ মাইলি সাইরাসের ক্যারিয়ারের অন্যতম জনপ্রিয় গান। ‘এন্ডলেস সামার ভ্যাকেশন’ অ্যালবামের গানটি মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে ২ দশমিক ৭ বিলিয়নের বেশি স্ট্রিমিং হয়েছে।

0Shares