প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৪
ডায়ালসিলেট ডেস্ক :: দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। গত একদিনে মশাবাহিত রোগটি নিয়ে ৯২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩১ জন। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত ৬ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ২জন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২জন করে মোট ৪ জন রয়েছেন। এছাড়া চট্টগ্রামে ১জন ও বরিশাল বিভাগে ১জন করে মোট দু’জনের মৃত্যু হয়েছে।
এদিকে, গত একদিনে মশাবাহিত রোগে হাসপাতালে ভর্তি হওয়া ৯২৬ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী (১৯৬) ভর্তি হয়েছে ঢাকা বিভাগে। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১৭২ জন, চট্টগ্রাম বিভাগে ১৫১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১৪৪ জন, খুলনা বিভাগে ১০১ জন, বরিশাল বিভাগে ৬৫ জন, রাজশাহী বিভাগে ৪৬ জন, রংপুর বিভাগে ৩৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের প্রথম দিন থেকে রোববার পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৩১ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৩৪ জন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়। ডিএসসিসিতে মশাবাহিত রোগটিতে চলতি বছর মোট ৭৪ জনের মৃত্যু হয়েছে।
ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১৭ জন, বরিশাল বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ৫ জন, ঢাকা বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকা ১জন ও ময়মনসিংহ বিভাগে ১ জন মৃত্যু হয়ে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech