অধিনায়কের চোটে বড় জয়ের আনন্দ ম্লান বার্সেলোনার

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৪

অধিনায়কের চোটে বড় জয়ের আনন্দ ম্লান বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক :গুরুতর চোট মানে লম্বা সময় বাইরে থাকার শঙ্কা। ফ্লিকের দিকে প্রশ্ন ছুটে গেল, ‘বিকল্প কাউকে দলে যোগ করার ভাবনা কি এখনই শুরু করে দিয়েছেন?’ জবাবে সরাসরিই বিরক্তি প্রকাশ করলেন বার্সেলোনা কোচ। ফ্লিক বলেন, ‘ম্যাচ শেষ হওয়ার পরপরই এই প্রশ্ন আমার ভালো লাগলো না। আগে দেখতে হবে, মার্কের সত্যিকারের অবস্থা কী। সে আমাদের অধিনায়ক। যা হয়েছে, তাতে আমার খুবই খারাপ লাগছে। দয়া করে বোঝার চেষ্টা করুন যে, আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই না। ওর (টার স্টেগেন) সঙ্গে এখনও আমার কথাই হয়নি।’

টার স্টেগেনের চোট ছুঁয়ে গেছে তার সতীর্থদেরও। এই ম্যাচে দুই গোল করা লেভানদোভস্কি জয়টা উৎসর্গ করলেন অধিনায়ককে। বলেন, ‘এই জয় টার স্টেগেনের জন্য। সে এখন হাসপাতালে আছে।’

0Shares