লন্ডনে টাওয়ার হ্যামলেটস কেয়ারারস এসোসিয়েশন সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৪১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৪

লন্ডনে টাওয়ার হ্যামলেটস কেয়ারারস এসোসিয়েশন সাধারণ সভা অনুষ্ঠিত

 

 

ডায়ালসিলেট ডেস্ক :: টাওয়ার হ্যামলেটস কেয়ারারস এসোসিয়েশন কার্যকরী কমিটি আয়োজিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা ৮ ঘটিকায় লন্ডনের স্টেপনিগ্রীণের একটি অভিজাত রেষ্টুরেন্ট সাধারণ সভার আয়োজন করা হয়।

 

 

উক্ত সাধারণ সভায় টাওয়ার হ্যামলেটস কেয়ারারস এসোসিয়েশনের সভাপতি জাহেদ মিয়া’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন আহমদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উক্ত সংগঠনের উপদেষ্টা শাহান আহমদ চৌধুরী, উপদেষ্টা জগলুল খান।

 

 

অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ বশির আহমদ চৌধুরী।

 

 

এছাড়া আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সফর উদ্দিন, সহ-সভাপতি নুরুল আলম, সহ-সভাপতি রুহেনা বেগম, সহ সাধারণ সম্পাদক আব্দুল মুমিন, সহ সাধারণ সম্পাদক হাফিজ আসাদুজ্জামান, সহ সাধারণ সম্পাদক জবরুল হোসেন, সহকারি প্রেস সচিব কানিজ ফাতেমা, শিক্ষা বিষয়ক সম্পাদক সাজু মিয়া, সাংস্কৃতিক সম্পাদক রোকসানা পারভিন, নির্বাহী সম্পাদক আনোয়ারা বেগম,

 

 

সহ-সভাপতি ফজলুর রহমান, কমিউনিটি এক্টিভিস্ট রেদওয়ান হোসেন, মো. সুহেল খান, আশরাফ জামান, মো. মিসবাহ উদ্দিন। সভায় সংগঠনের বিভিন্ন কর্ম পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেন নেতৃবৃন্দরা।

 

 

এসময় টাওয়ার হ্যামলেটস কেয়ারারস এসোসিয়েশনের নেতৃবৃন্দের উপস্থিতিতে সবার সর্বসম্মতিক্রমে একটি ফান্ডরাইজিং গঠনের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী সভায় সিদ্ধান্ত গ্রহনের মাধ্যমে ফান্ডরাইজিং অনুষ্টানকে সাফল্যমন্ডিত করতে একটি উদযাপন কমিটি গঠন করা হবে। এসময় সভা শেষে নৈশভোজের আয়োজন মধ্যদিয়ে সভার সমাপ্তি হয়।

 

 

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ