সাবেক এমপি সাইফুলসহ ৩৭০ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৪

সাবেক এমপি সাইফুলসহ ৩৭০ জনের বিরুদ্ধে মামলা

ডায়ালসিলেট ডেস্ক:সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে সাগর হোসেন নামে এক ব্যক্তিকে হত্যা প্রচেষ্টার ঘটনায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ ৩৭০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন,পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শামীম আহম্মেদ সুমন ভুঁইয়া সুমন, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইমতিয়াজ দেওয়ান, ঢাকা জেলা পরিষদের সাবেক সদস্য এনামুল হক মুন্সী, ঢাকা জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ওমর ফারুক, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান, যুবলীগ নেতা কবির হোসেন সরকার, মইনুল হোসেন ভুঁইয়া, মোশারফ খান, রাজু দেওয়ান, আওয়ামী লীগ নেতা মঞ্জু দেওয়ান শাজাহান মন্ডল, সাবেক ছাত্রলীগ নেতা সাইদুর রহমান সম্রাট,

মামলার বিষয়ে ভুক্তভোগী সাগর হোসেন জানান, গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি আশুলিয়া থানায় মামলা করতে গিয়েছিলেন। তবে প্রথমে তার মামলাটি পুলিশ গ্রহণ করেনি। পরে তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশুলিয়ার আমলি আদালতে মামলা করলে আদালতের নির্দেশে পুলিশ সিআর মামলাটি ‘এজাহার’ হিসেবে রেকর্ড করে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ