হত্যাসহ আরও ৫ মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৪

 

 

 

ডায়াল সিলেট ডেস্ক :: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যাসহ আরও পাঁচটি মামলা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুটি, ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুটি ও আদাবর থানায় একটি মামলা হয়।

এর মধ্যে তিনটি মামলার সংশ্লিষ্ট থানাকে এজাহার হিসাবে গ্রহণের নির্দেশ দেন। অন্য একটি হত্যাচেষ্টা মামলায় আদালত তদন্ত প্রতিবেদন দায়ের করতে বলেছেন।

এ চার মামলায় শেখ হাসিনাসহ আসামি করা হয়েছে ৬২৯ জনকে। এ ছাড়া টাঙ্গাইল, মানিকগঞ্জ, দিনাজপুর ও গাজীপুরের কালিয়াকৈরে সাবেক মন্ত্রীসহ মামলা হয়েছে ৫২৪ জনের বিরুদ্ধে।

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ জনতাকে দমনে নির্বিচারে গুলি করে হত্যা ও গুম খুনের ঘটনায় শেখ হাসিনা ও শেখ রেহানাসহ ১৬৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। বুধবার রাতে রাজধানীর আদাবর থানায় মো. সাহিদ নামে একজন বাদী হয়ে হত্যা মামলাটি করেন। এ মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ সেলিম, ফজলে নূর তাপস, আসাদুজ্জামান খান কামাল ও জাহাঙ্গীর কবির নানকসহ ১৬৫ জনকে আসামি করা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া।

বাড্ডায় দুলাল সরদার নামের একজনকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে মো. শরিফুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বাড্ডা থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসাবে গ্রহণের নির্দেশ দেন। মামলার অন্য আসামিরা হলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মোহাম্মদ আলী আরাফাত, রমেশ চন্দ্র সেন ও লতিফ মোল্লা।

যাত্রাবাড়ীতে আব্দুর হান্নান নামের একজনকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ২৩৭ জনের বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে নিহতের শ্যালক দিপুকুল ইসলাম দিপু বাদী হয়ে আরেকটি মামলা করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে এ ঘটনায় অন্য কোনো মামলা হয়েছে কিনা, এ বিষয়ে যাত্রাবাড়ী থানাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এ মামলার অন্য আসামিরা হলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, শামীম ওসমান, রাজিবুল ইসলাম রাজিব ও মশিউর রহমান মোল্লা সজল।

আশুলিয়ায় তৌহিদুর রহমান রানাকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ১২১ জনের বিরুদ্ধে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগমের আদালতে মো. জাহিদ হাসান বাদী হয়ে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আশুলিয়া থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসাবে গ্রহণের নির্দেশ দেন। এ মামলার অন্য আসামিরা হলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, জাহাঙ্গীর কবির নানক, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডা. এনামুর রহমান, পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি ও আরাফাত হোসেন।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ