ড. ইউনূসের ভাষণের সমালোচনা ও একটি নির্মোহ বিশ্লেষণ

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৪

ড. ইউনূসের ভাষণের সমালোচনা ও একটি নির্মোহ বিশ্লেষণ

ডায়ালসিলেট ডেস্ক :আপনার সরকার জাতীর সামনে  রাষ্ট্র পরিচালনার  সুনির্দিষ্ট কোনো রূপরেখা কিংবা সময়সীমা প্রকাশ করতে ব্যর্থ হয়েছে যা বিপ্লব আর শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই সরকারের সমর্থকদের মধ্যে মারাত্মক হতাশা তৈরি করেছে। আপনাদের প্রতিটি ভুল পদক্ষেপ সমর্থকদের যেমন আশাহত করছে তেমনি পতিত গণ্যহত্যাকারী স্বৈরাচারের ঘাপটি মেরে থাকা সমর্থকদের উল্লসিত করছে। আমরা চাই, আপনি এবং আপনার সরকার সফল হোক। আপনারা ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে। সমালোচকদের উদ্দেশে বলি, আমি, আপনি বা যে কেউ ড. মুহাম্মদ ইউনূস কিংবা তার সরকারের উপদেষ্টাদের সংশোধনের উদ্দেশে সমালোচনা করতে পারি। কিন্তু সমালোচনার উদ্দেশ্য যদি হয় ঘুরিয়ে পেঁচিয়ে “ আগেই ভালো ছিলাম” টাইপের অর্থাৎ গণহত্যাকারীদের সমর্থনে, তাহলে এটা হবে দুর্ভাগ্যজনক।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ