প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৪
ডায়ালসিলেট :সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নে মাছ ধরতে গিয়ে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।নিহত ব্যক্তির নাম আনছার আলী (৬২)। তিনি সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের কাটিমারা গ্রামের বাসিন্দা।জানা যায়, আনছার আলী আজ বেলা ১১ টার দিকে পাশের একটি বিলে মাছ ধরতে যান। এ সময় তিনি হঠাৎ করে বজ্রপাতের কবলে পড়ে যান।সাথে সাথে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলে মারা যান। বর্তমানে তার লাশ পোস্টমর্টেম ছাড়া দাফন করতে পরিবারের পক্ষ থেকে (এডিএম) বরাবরে আবেদন করেছেন।এ বিষয়ে শাহপরান (র.) থানার থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন বলেন, বয়স্ক এক ব্যক্তি বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান। তার লাশ পোস্টমর্টেম ছাড়া দাফন করতে কোর্টে আবেদন করেছেন। আদালতের নির্দেশ মোতাবেক পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার জানান, বিষয়টি খুবই দুঃখজনক। এ ভাবে মৃত্যু কারো জন্য কাম্য নয়। ঝড়বৃষ্টির দিনে বজ্রপাতের সম্ভাবনা বেশি, সেই সময়ে মানুষের মৃত্যুর ঝুঁকি বেশি থাকে। এ সময়ে আমরা সবাই সাবধানে চলাফেরা করা উত্তম।এভাবে যেন আর কোনো মানুষের জীবন দিতে না হয়, সে জন্য সবাইকে সতর্ক হওয়ার আহবান জানান।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech