বাংলাদেশ সফর নিশ্চিত করলো দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৪

বাংলাদেশ সফর নিশ্চিত করলো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক:সরকার পতনের পর নিরাপত্তার অভাবে বাংলাদেশ থেকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেয়া হয়। শঙ্কা ছিল দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফর নিয়েও। এক দফা নিরাপত্তা দলও পাঠায় প্রোটিয়ারা। সেটা সব সফরের আগে হলেও এবারেরটা নিয়ে কিছুটা শঙ্কা তো ছিলই। তবে বাংলাদেশের নিরাপত্তা পরিকল্পনায় সন্তুষ্ট হয়ে বাংলাদেশ সফর নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট জানায়, ১৬ই অক্টোবর বাংলাদেশে আসবে তারা। ১৯ দিনের সফরে দুটি টেস্ট খেলবে দলটি। ২১শে আগস্ট মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। আর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ৩রা নভেম্বর বাংলাদেশ ছেড়ে যাবে প্রোটিয়ারাচলতি মাসেই দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকায় আসে চার সদস্যের পর্যবেক্ষক দল। এই দলে ছিলেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) ক্রিকেট অপারেশনস ম্যানেজার, দক্ষিণ আফ্রিকা দলের সিকিউরিটি ম্যানেজার, নিরাপত্তা পরামর্শক ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সংগঠনের প্রতিনিধি। তাদের দেওয়া রিপোর্টের ভিত্তিতে সফর নিশ্চিত করলো দক্ষিণ আফ্রিকা ক্রিকেট। সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফর করে দক্ষিণ আফ্রিকা। ওই সফরে ২টি টি-টোয়েন্টি, ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট খেলে দুই দল। টি-টোয়েন্টি সিরিজটা দক্ষিণ আফ্রিকা জিতলেও ওয়ানডে সিরিজটা বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে। টেস্ট সিরিজের দুটি ম্যাচই হয়েছিল ড্র। তাতে অবশ্য বৃষ্টিরই বড় অবদান ছিল।

0Shares