প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২৪
ডায়ালসিলেট ডেস্ক :: ময়মনসিংহ পৌরসভার কাশর এলাকার ইটখলায় রেললাইনে এক পরিবারের ৯ জন ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করে। ঘটনাটি ২০০৭ সালের ১১ জুলাই এই ঘটনায় গোটা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। সেই ‘আদম পরিবারের’ সুইসাইডের ঘটনা বাস্তবচিত্রটি তুলে ধরতে সিরিজ নির্মাণ করেছেন ভিকি জাহেদ। আর কনটেন্ট এর নাম ‘চক্র’।
সে রহস্যজনক ঘটনাকে পর্দায় আনার ঘোষণা দেন ভিকি জাহেদ। তাও কয়েক বছর আগে। প্রস্তুতি নিয়ে শুটিংয়ে নেমেও বারবার পড়তে হয়েছে বাধার সম্মুখে। নির্মাণ শেষে আবার বাধা সাবেক সেন্সর বোর্ডের। সব পেরিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে সেই কনটেন্ট-‘চক্র’।
সিরিজটি মুক্তি পাবে আগামী ১০ অক্টোবর আই-স্ক্রিনে। এর প্রধান দুই চরিত্রে আছেন তাসনিয়া ফারিণ ও তৌসিফ মাহবুব।
ভিকি জাহেদ গণমাধ্যমকে জানান , এটা সরাসরি আদম পরিবারের গল্প না। বলতে পারেন, তাদের মতোই হতভাগা আরেকটি পরিবারের গল্প। ঘটনাগুলো কেন ঘটেছিলো সেই বিষয়টা অনুসন্ধানের চেষ্টা করেছি। একটার পর একটা বাঁধা পাচ্ছিলাম, কোনো না কোনো সমস্যা হচ্ছিলোই। এরপর নানা ধাপে যখন কাজটা শেষ করলাম এরপর সেটাকে আটকে দেয় সেন্সর বোর্ড।
যেহেতু খুব সেনসিটিভ একটা বিষয় নিয়ে সিরিজের গল্প সেহেতু আমরা চেয়েছিলাম সেন্সর প্রসেসের মধ্য দিয়ে যেতে। এরপর তারা কিছু কারেকশন দিলেও পড়ে সেটি আটকে দেয়। অবশেষে অনেক দিন পর কাজটি আসছে। এই কাজটির সঙ্গে অনেককিছু জড়িত। আনন্দ, বেদনা থেকে শুরু করে অনেক কিছুই।
সিরিজটিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ, শাহেদ আলী, মারশিয়া শাওন, একে আজাদ সেতু, মাসুদুল মাহমুদ রোহানসহ বেশ কয়েকজন অভিনেতারা।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech